১৭ অক্টোবর ২০২৫, ১২:৩০ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫, ১২:৩০ এএম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সম্মতি ছাড়াই নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক। এঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা বেগম এবং সমাজকল্যাণ ইনস্টিটিউটের অধ্যাপক নুরুল ইসলাম। তাঁরা দুজনই ইউটিএলের এমন কার্যক্রমে আপত্তি জানিয়ে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে অধ্যাপক সালমা বেগম লিখেছেন, “আমি হঠাৎ একটি তালিকা লক্ষ্য করলাম, যেখানে আমার নাম আছে। কিন্তু এ ব্যাপারে আমি কিছুই জানি না। তাই এ বিষয়ে আপনার সহযোগিতা দরকার। আমার অনুমতি ছাড়া কাজটি ঠিক হয়নি।” একইভাবে অধ্যাপক নুরুল ইসলাম লিখেছেন, “হঠাৎ একটি তালিকা দেখলাম ইউটিএল নামক এক সংগঠনের সদস্য আমি।...