পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে গঠিতব্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে (International Stabilization Force) সৈন্য পাঠানোর সম্ভাব্য প্রার্থী হিসেবে পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়ার নাম এগিয়ে আছে। প্রতিবেদনে এই তথ্য দিয়েছেন এক(active) ও এক সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা।প্রতিবেদনে দাবি করা হয়েছে, যদিও ওই তিন দেশকে শীর্ষ প্রার্থী হিসেবে দেখা হচ্ছে, তবু এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের সম্মতি জানাননি। সূত্রবহ জানানো হয়েছে যে কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও মিশরের সৈন্যরাও পরিকল্পনায় যুক্ত হতে পারে এবং প্রয়োজনীয় হলে এসব দেশের সেনারা ইসরায়েলের অভ্যন্তরে একটি ঘাঁটিতে মার্কিন সেনাদের সঙ্গে অবস্থান করবে—যায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা যাবে।ইন্দোনেশিয়া এখন পর্যন্ত প্রকাশ্যে একমাত্র দেশ যারা সৈন্য পাঠানোর সুপারিশ করেছে; তারা জানিয়েছে, জাতিসংঘের অনুমোদন হলে শান্তিরক্ষী মিশনে সর্বোচ্চ ২০ হাজার সেনা...