১৭ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম ৪ জিম্মির মৃতদেহ ফেরত পাওয়ার পর গাজা ও মিশরের মধ্যে রাফাহ ক্রসিং খুলে দেয়ার এবং যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা স্থানান্তরের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। বুধবার (১৫ অক্টোবর) এ তথ্য জানায় ইসরাইলি পাবলিক ব্রডকাস্টার কেএএন। এখন থেকে গাজায় প্রবেশ করবে ৬০০ ত্রাণবাহী ট্রাক। গাজায় ত্রাণের সরবরাহ প্রবেশ করে মূলত রাফা সীমান্ত ক্রসিং দিয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইসরাইল ও হামাস সম্মতি জানানোর পর ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। যুদ্ধবিরতির পর প্রথম তিন দিনের প্রতিদিন রাফা সীমান্ত ক্রসিং দিয়ে ৩০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ইসরাইলের কর্মকর্তারা জানিয়েছেন, হামাস যদি চুক্তির শর্তভঙ্গ না করে তাহলে প্রতিদিন গাজায় ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে। উল্লেখ্য, ২০২৩ সালের ৮...