১৭ অক্টোবর ২০২৫, ১২:৪৮ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫, ১২:৪৮ এএম আফগানিস্তানের সঙ্গে টানটান সীমান্ত উত্তেজনার মধ্যে ৪৮ ঘণ্টার জন্য ‘অস্থায়ী যুদ্ধবিরতি’ ঘোষণা করেছে পাকিস্তান। বুধবার (১৫ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্ধ্যা ৬টা থেকে উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আফগান তালেবান সরকারের অনুরোধে আগামী ৪৮ ঘণ্টার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে। এই সময়ের মধ্যে উভয় পক্ষই গঠনমূলক সংলাপের মাধ্যমে জটিল হলেও সমাধানযোগ্য এই সংকটের ইতিবাচক সমাধান খুঁজে বের করার আন্তরিক চেষ্টা করবে। অন্যদিকে, তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, কোনও পক্ষ থেকে আগ্রাসন না হলে আফগান বাহিনীকে যুদ্ধবিরতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজ জানায়, আফগানিস্তানের কান্দাহার প্রদেশ ও...