নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানিয়েছে। অর্থবছরের তৃতীয় প্রান্তিকে লিন্ডে বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৪৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪০০ টাকা ১ পয়সা—যা ছিল এককালীন এক্সট্রা অর্ডিনারি ইনকাম (মূল ব্যবসার বাইরের আয়) এর ফলাফল। এ বছর সে ধরনের আয় না থাকায় ইপিএসে ব্যাপক পার্থক্য দেখা দিয়েছে। তবে কোম্পানি সূত্র জানিয়েছে, মূল ব্যবসার পারফরম্যান্স তুলনামূলক স্থিতিশীল রয়েছে। অর্থবছরের প্রথম তিন প্রান্তিক বা জানুয়ারি–সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৮০ পয়সা, যেখানে আগের...