১৭ অক্টোবর ২০২৫, ১২:৫২ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫, ১২:৫২ এএম পাকিস্তানের কেন্দ্রীয় সরকার সাধারণ গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম ৫ দশমিক ৬৬ রুপি, হাই-স্পিড ডিজেল (এইচএসডি)-এর দাম ১ দশমিক ৩৯ রুপি এবং কেরোসিনের দাম ৩ দশমিক ২৬ রুপি হ্রাস করেছে হ্রাস করেছে। বুধবার (১৫ অক্টোবর) বিবৃতি জারি করে এই নির্দেশনা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের ফিন্যান্স বিভাগ। ফিন্যান্স বিভাগের নির্দেশনা অনুসারে, আজ বৃহস্পতিবার থেকে দেশটিতে খুচরা পর্যায়ে প্রতি লিটার পেট্রোল ২৬৩ দশমিক ০২ রুপি, হাই-স্পিড ডিজেল ২৭৫ দশমিক ৪১ রুপিতে এবং কেরোসিন প্রতি লিটার ১৮৭ দশমিক ৭১ রুপিতে বিক্রি হবে। ‘আন্তর্জাতিক বাজারের বর্তমান অবস্থার ভিত্তিতে এই মূল্যমান নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ দিন এই মূল্যমান বলবৎ থাকবে। ১৫ দিন পর বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে নতুন দাম নির্ধারণ...