জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা কাটেনি, এ অবস্থায় শুক্রবার রাষ্ট্র সংস্কারের সুপারিশ ও অঙ্গীকারনামা সম্বলিত দলিলটি সই হতে যাচ্ছে। জুলাই সনদ স্বাক্ষরের আগের দিন বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ সাতটি দল বলেছে, তারা স্বাক্ষর অনুষ্ঠানে ‘থাকবেন না’। তার আগে বুধবার জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতির মধ্যে মতভিন্নতা মিটিয়ে জুলাই সনদ সই করা নিয়ে অনিশ্চয়তা কাটাতে রাজনৈতিক দল ও জোটের নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যিনি জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি। সোয়া এক ঘণ্টার ওই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও গণভোটের সময় নিয়ে মতভিন্নতার বিষয়টি আবারও উঠে আসে। ওই অবস্থাতেই শেষ হয় বৈঠক। এ অবস্থায় এদিন সন্ধ্যায় জাতীয় সংসদের এল ডি হলে সংবাদ সম্মেলনে আসেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই সনদ...