দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল চারটায়। প্রায় সাড়ে চার ঘণ্টা পর রাত পৌনে নয়টায় ভোট গণনা শুরু হয়েছে। প্রথমে ছেলেদের ও পরে মেয়েদের হলের ভোট গণনা করা হচ্ছে। এরপরই নির্বাচন কমিশন ফলাফল প্রকাশ করবে। ভোট শেষে এখন পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে অপেক্ষার প্রহর। শিক্ষার্থী থেকে প্রার্থী— সবার মুখে এখন একটাই কথা, ‘ফলাফল কবে?’ বিশ্ববিদ্যালয়ের ভেতরে-বাইরে উৎসবমুখর পরিবেশে অধীর আগ্রহে অপেক্ষা করছেন শিক্ষার্থীরা ও তাদের শুভাকাঙ্ক্ষীরা। আজ সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়। দিনভর উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দেন। তবে ভোটের আগে বিশ্ববিদ্যালয়ের চারপাশে বিএনপি ও জামায়াতের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের উপস্থিতিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রিয় ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটের দিন সকাল থেকে ক্যাম্পাসের বাইরে, বিশেষ করে...