১৭ অক্টোবর ২০২৫, ১২:৫০ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫, ১২:৫০ এএম ব্রিটেনে আশ্রয়ের জন্য শুরু হওয়া একটি সম্পর্ক কিভাবে এক নারীর জীবন বিষাক্ত করে দিয়েছে, তার কাহিনী আলোচনায় এসেছে। অ্যামেলিয়া (ছদ্দনাম) নামের এক ব্রিটিশ নারী তার আফগান শরণার্থী স্বামী জাভেদের নির্মম নির্যাতনের ঘটনা প্রকাশ করেছেন।জাভেদ (ছদ্দনাম) নামে একজন আফগান অভিবাসী, যিনি পুলিশের কাছে পরিচিত, তিনি ব্রিটেনে আশ্রয় পাওয়ার জন্য ব্রিটিশ নাগরিক অ্যামেলিয়াকে শোষণ করেছিলেন বলে অভিযোগ উঠেছে। অ্যামেলিয়াকে বন্ধুত্ব করে বিয়ে করতে রাজি করানো হয়। তাদের সন্তানের জন্মের পর, বারবার প্রত্যাখ্যানের পর তাকে তালাক দেওয়ার পরেও, জাভেদ তার আশ্রয় আবেদন সমর্থন করার জন্য শিশুটিকে ব্যবহার করেন। তালাকের পরও হুমকি অব্যাহত ছিল এবং সে তাকে ধর্ষণ করে। অ্যামেলিয়া বলেন, ‘পিছনে ফিরে তাকালে, আমার কাছে এটা স্পষ্ট যে, আমাদের সম্পর্ক, বিয়ে...