১৭ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট চলাকালে দর্শকসারিতে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। চতুর্থ দিনের খেলায় এক তরুণী হঠাৎ পাশে বসা তরুণকে থাপ্পড় মেরে তার গলা চেপে ধরেন—পরে দু’জনই হেসে ফেলেন। এ দৃশ্য সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত হওয়ায় মুহূর্তেই ভাইরাল হয়। নেটিজেনরা জল্পনা শুরু করেছেন—ওরা প্রেমিক-প্রেমিকা, নাকি ভাইবোন? এখনো তাদের পরিচয় অজানা।অন্যদিকে মাঠে রেকর্ড গড়েছে ভারতীয় দল—পুরো ১৩৪.২ ওভারে কোনো ‘বাই’ বা ‘লেগ বাই’ ছাড়াই ব্যাটিং শেষ করে, আর ওয়েস্ট ইন্ডিজ বোলাররা একটিও ‘নো বল’ দেয়নি। সূত্র : জে এন। ২২ দফা দাবিতে নিউইয়র্কে বিরক্ত সিলেটবাসীদের মানববন্ধন আফগান স্বামীর নির্যাতনে ধ্বংস ব্রিটিশ নারীর জীবন, ধর্ষণ ও আশ্রয়ের জন্য ব্যবহারের অভিযোগ রাশিয়া থেকে তেল কেনা বন্ধে রাজি হয়েছেন মোদি:...