ইয়েমেনের হুথি বিদ্রোহীর চিফ অব স্টাফ ও শীর্ষ সামরিক নেতা মোহাম্মদ আবদুল করিম আল-ঘামারি নিহত হয়েছেন। এ সময় ইসরায়েলি হামলায় তার কিশোর ছেলেও নিহত হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে হুথি যোদ্ধারা জানায়, আল-ঘামারি ‘তার কর্তব্য পালনকালে’ হামলার শিকার হয়ে প্রাণ হারান। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হুথিদের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েল এ হামলার দায় স্বীকার করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ‘আল-ঘামারি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ভবিষ্যতেও যেকোনো হুমকির জবাবে আমরা একই পদক্ষেপ নেব।’ হুথিরা এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, ইসরায়েলের সঙ্গে তাদের যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’। ‘ইসরায়েল তার অপরাধের উপযুক্ত শাস্তি পাবে’। গত আগস্ট মাসে ইসরায়েল জানিয়েছিল, তারা ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। সেখানে আল-ঘামারি ও হুথি সরকারের আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করা হয়। ওই হামলায় হুথি-শাসিত সরকারের প্রধানমন্ত্রীসহ...