চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে গত সপ্তাহে প্রার্থনা করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন এক খ্রিষ্টান ধর্মযাজক। এরপরই গত শুক্রবার যুক্তরাষ্ট্রে থাকা গ্রেস জিন ড্রেক্সেল নামের এক নারী চীনে বাস করা তার বাবা, ধর্মযাজক জিন মিংগ্রির কাছ থেকে একটি বার্তা পান। মেয়েকে নিখোঁজ ওই যাজকের জন্য প্রার্থনা করতে বলেছিলেন জিন মিংগ্রি। বিবিসি-কে বলেন জিন ড্রেক্সেল বলেন, "এর কিছুক্ষণ পরই, আমার মায়ের কাছ থেকে ফোন আসে। মা জানান, তিনি আমার বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।" এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ড্রেক্সেলের পরিবার বুঝতে পারে, জিন মিংগ্রিও গ্রেপ্তার হয়েছেন, যা কয়েক দশকের মধ্যে চীনে খ্রিষ্টান ধর্মের মানুষদের গ্রেপ্তার হওয়ার সবচেয়ে বড় ঘটনা বলে বর্ণনা করেছেন অধিকারকর্মীরা। কেউ কেউ এমন আশঙ্কাও করছেন যে, গত এক সপ্তাহের মধ্যে জিন মিংগ্রির প্রতিষ্ঠিত জায়ন চার্চ নেটওয়ার্কের সঙ্গে জড়িত...