রোববার গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সিলেট বিভাগের সব সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে প্রতিটি আসনের প্রার্থীর সাংগঠনিক অবস্থা, ভোটার সংযোগ, মাঠপর্যায়ের জনপ্রিয়তা ও স্থানীয় জনসম্পৃক্ততা পর্যালোচনা করা হবে। মাঠে সক্রিয়সহ বিভাগের ১৯টি আসনের শতাধিক সম্ভাব্য প্রার্থী এখন ঢাকামুখী। গুটিকয়েক ছাড়া বাকি সবাই যাবেন বিমানে। সড়কপথে যারা যাওয়ার কথা তারা শুক্রবার রওনা দেবেন। দলের একাধিক সম্ভাব্য প্রার্থীর সঙ্গে আলাপ করে এমন তথ্যই পাওয়া গেছে। এ ব্যাপারে কথা বলতে সিলেট বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক পৌর মেয়র এবং এবারের মনোনয়ন প্রত্যাশী জিকে গউছের নাম্বারে ফোন করলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। তার ঘনিষ্ঠরা জানান, ঢাকায় তলবের খবর পেয়েই তিনি ঢাকা চলে গেছেন এবং সেখানেই অবস্থান করছেন। মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী। বুধবার...