কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের মধ্যে তেলাপোকা পাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা জানান, এমন ঘটনা এক দিনের নয় বুধবারও (১৫ অক্টোবর) একই অভিযোগ ওঠে। এর আগেও খাবারের মান নিয়ে শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেছেন। এ বিষয়ে ক্যাফেটেরিয়ার তত্ত্বাবধায়ক ছাত্র উপদেষ্টা ড. মো. আবদুল্লাহ আল মাহবুবকে একাধিকবার বলা পরও তিনি কোনো সমাধান করেনি বলে জানান শিক্ষার্থীরা। কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার এমন মানহীন অবস্থা কারণ ছাত্র উপদেষ্টার দায়সারা ভাব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুরাদুল আদনান বলেন, আজ সকালে দুজন জুনিয়রকে নিয়ে খেতে গিয়েছিলাম। তারা দুজন তেহারি নিয়েছিল, সেখানে তেলাপোকা পাওয়া যায়। আমরা বিষয়টি ক্যাফে ম্যানেজারকে জানাই, কিন্তু তিনি প্রথমে দায় এড়িয়ে যেতে চান। পরে যখন বিষয়টি...