বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাতজন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। এতে শাহাদাৎ হোসেন ফরাজি সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হয়ে সভাপতি নির্বাচিত হন। নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও মঠবাড়িয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম ভোটগ্রহণ শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন। এর আগে গত সোমবার মাদ্রাসা শিক্ষার্থীদের অভিভাবকরা ভোট দিয়ে সাতজন সদস্য নির্বাচিত করেন, যারা পরে সভাপতি নির্বাচনে ভোট প্রদান করেন। শরীফ মো. আব্দুল জলিলকে সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর–৩ আসনের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। ফলে মাদ্রাসা কমিটির এই নির্বাচন স্থানীয়ভাবে রাজনৈতিক গুরুত্ব পায়। পশ্চিম মিঠাখালী নেছারিয়া দাখিল মাদ্রাসাটি এলাকার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠা করেন মরহুম আলহাজ মফিজ উদ্দিন মোল্লা। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি ধর্মীয়...