প্রথমে শুধুই বন্ধুত্ব থাকলেও ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। টায়া ও অ্যালিসিয়া পরস্পরের স্বামীর সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে দু’জনই মা হন, তবে সন্তানের পিতৃপরিচয় নিয়ে নিশ্চিত নন কেউই। আশ্চর্যের বিষয় হলো, এ নিয়ে তাঁদের মধ্যে কোনো অস্বস্তি নেই। ২৭ বছর বয়সি টায়া জানান, “আমরা আসলে একটি বড় পরিবার। বাবা-মা হিসেবেই আমরা একসঙ্গে সব দায়িত্ব পালন করব।” চারজনই খোলাখুলি জানাচ্ছেন, প্রথমে কিছুটা দ্বিধা থাকলেও মনের কথা চেপে রাখা সম্ভব হয়নি। অবশেষে ২০২০ সালের শুরুতে তাঁরা একসঙ্গে থাকা শুরু করেন। এর আগেও দুই দম্পতির সন্তান ছিল। তবে নতুনভাবে পরিবার গড়ার ইচ্ছা থেকে...