আর মাত্র চার মাস পরই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। জ্যোতির্বিদদের হিসাবে, ২০২৬ সালে রমজান শুরু হতে পারে আগামী ১৯ ফেব্রুয়ারি।আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আল-আরাবিয়াকে জানান, মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে দেখা যাবে ১৭ ফেব্রুয়ারি। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে খালি চোখে দেখা সম্ভব হবে না।তিনি বলেন, “এই পরিস্থিতিতে ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা নেই; বরং ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু হবে।”এর আগে আল-জারওয়ান ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও উল্লেখ করেছেন। তাঁর হিসাবে, রমজান ৩০ দিন পূর্ণ হলে ঈদুল ফিতর ২১ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে পারে। আর মাত্র চার মাস পরই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। জ্যোতির্বিদদের হিসাবে, ২০২৬ সালে রমজান শুরু হতে...