ইসরায়েল-হামাসের নাজুক যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি কার্যকর থাকা অবস্থায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এখন মনোযোগ দিচ্ছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর দিকে। একই সঙ্গে তিনি মস্কোকে আলোচনার টেবিলে আনতে কিয়েভকে দীর্ঘ-পাল্লার অস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় হোয়াইট হাউজ বলরুম প্রকল্পের সমর্থকদের উদ্দেশে দেওয়া এক নৈশভোজ ভাষণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘আজ আমরা কিছু অগ্রগতি করেছি, মধ্যপ্রাচ্যে যা ঘটেছে তার কারণেই।’ মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। ইউক্রেন ও গাজা যুদ্ধের অবসান ঘটানো ছিল ট্রাম্পের ২০২৪ সালের পুনর্নির্বাচন প্রচারণার অন্যতম প্রধান অঙ্গীকার। কারণ তিনি বারবার প্রেসিডেন্ট জো বাইডেনকে এই সংঘাতগুলো মোকাবেলায় ব্যর্থতার জন্য সমালোচনা করেছেন। কিন্তু তার পূর্বসূরির মতোই, ট্রাম্পও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কারণে বাধার মুখে পড়েছেন। কারণ তিনি রুশ নেতাকে ইউক্রেনের প্রেসিডেন্ট...