জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওতাধীন ঐতিহ্যবাহী পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এইচএসসির ফলাফল বিপর্যয় হয়েছে। মোট পরীক্ষার্থীর ৭২ দশমিক ৭৩ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা এর জন্য প্রতিষ্ঠানটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যথাযথ পরিকল্পনা ও তদারকির অভাবকে দুষছেন। অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, দিন দিন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির মানের অবনতি হচ্ছে। লেখাপড়ার পর্যাপ্ত সুযোগ ও পরিবেশ নেই। বিগত সরকারের সময় নিয়মের তোয়াক্কা না করে অদক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। সে কারণেই এ অবস্থা হয়েছে। ২০২৫ সালের এইচএসসির ফলাফলে দেখা যায়, মোট ৬৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৮ জন উত্তীর্ণ হয়েছে; যা মোট শিক্ষার্থীর ২৭ দশমিক ২৭ শতাংশ। মানে ৭০ শতাংশের অধিক শিক্ষার্থী ফেল করেছে। কেউ জিপিএ ৫ অর্জন করতে পারেনি। বাণিজ্যে পাশ করেছে ৪ জন এবং...