বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ষষ্ঠ পররাষ্ট্র দফতরের আলোচনা আজ বৃহস্পতিবার সকালে হেগে অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব ক্রিস্টিয়ান রেবারগেন নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন মূল্যবোধের পরিবেশে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উভয় প্রতিনিধি দল চলতি সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করে এবং আরও সহযোগিতার সম্ভাবনা চিহ্নিত করে। উভয়পক্ষই শান্তি ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য পূরণে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশ প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার জন্য ডাচ সরকারকে ধন্যবাদ জানায়। ডাচ পক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের প্রচেষ্টায় বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার আগ্রহ পুনর্ব্যক্ত করে। উভয় প্রতিনিধি দল দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ ও যৌথ উদ্যোগের প্রসার...