লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা প্রতিদিন শতাধিক জৈব প্রক্রিয়ায় ভূমিকা রাখে। রক্ত পরিশোধন, পুষ্টি সংরক্ষণ, শক্তি উৎপাদনসহ হরমোন ও প্রোটিন তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজ করে এই অঙ্গটি। কিন্তু লিভারে সমস্যা দেখা দিলে তা নীরবে শরীরের প্রতিটি অংশকে প্রভাবিত করতে শুরু করে। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ব্রিটিশ লিভার ট্রাস্ট (British Liver Trust) জানায়, লিভারের রোগ সাধারণত ধীরে ধীরে বিকশিত হয় এবং প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণ স্পষ্টভাবে দেখা যায় না। ফলে অনেকেই রোগটি গুরুতর না হওয়া পর্যন্ত বুঝতে পারেন না। তাই সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে লক্ষণ চেনা অত্যন্ত জরুরি। লিভার রক্তের বিলিরুবিন ঠিকভাবে ভাঙতে না পারলে ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়। এটি লিভার সমস্যার সবচেয়ে সাধারণ এবং প্রাথমিক সতর্কবার্তা। লিভারের কার্যক্ষমতা কমে গেলে প্রস্রাবের রঙ গাঢ় হতে পারে এবং...