রাজনৈতিক দলগুলোর সঙ্গে আট মাসের সংলাপের পর রাষ্ট্র সংস্কার ইস্যুতে চূড়ান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ। আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বড় অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর এই সনদে সই করার কথা রয়েছে। তবে এর বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতপার্থক্যের কারণে শেষ মুহূর্তে সনদ স্বাক্ষরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর আগেও অন্তর্বর্তী সরকার ‘ছলচাতুরীর আশ্রয় নিয়েছিল’: এনসিপির নাহিদ সনদে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তিকে প্রকারান্তরে ‘অস্বীকার’ করা হচ্ছে: বামপন্থি ৪ দল এই প্রেক্ষাপটেও ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান উৎসবমুখর করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। এ লক্ষ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। দীর্ঘ আলোচনার পর জুলাই সনদ নিয়ে বাংলাদেশের রাজনীতিকদের মতৈক্যে পৌঁছানো ‘অসম্ভবকে সম্ভব করা’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের...