বৃহস্পতিবার সন্ধ্যায় খালেদা জিয়ার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধি দল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও মনির হায়দার চৌধুরী রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।আরো পড়ুন:ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বিজয় ঠেকাতে পারবে না: দুলুশিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও চাকরি স্থায়ীকরণে কমিশন গঠন করবে বিএনপি শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও চাকরি স্থায়ীকরণে কমিশন গঠন করবে বিএনপি তারা কমিশনের সভাপতি ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানান। এর আগে নেতারা এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ...