১৬ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পিএম সম্প্রতি চীনের কৃষকদের ফসল উত্সবের মূল অনুষ্ঠান হ্যেনান প্রদেশের খাইফেং শহরের লানখাও জেলায় আয়োজিত হয়। এটি ছিল চীনের কোটি কোটি কৃষকের উত্সব। চীনা কৃষকরা সাংবাদিকদের জানান, নতুন কাঠামো, নতুন সরঞ্জাম, ও নতুন প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণ পুনরুজ্জীবনের কাজে ভূমিকা রাখছেন তারা। উত্সবের দিনে, হ্যেনান কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানির চেয়ারম্যান ওয়াং লিং কুয়াং ‘হ্যেনান প্রদেশের উচ্চ মান কৃষক প্রতিষ্ঠান গড়ে তোলা ও উদ্ভাবন প্রতিযোগিতার প্রথম পুরস্কার’ লাভ করেন। তিনি বলেন, তার কোম্পানির ভূমির আয়তন ১১ হাজার হেক্টর ছাড়িয়ে গেছে। চাষ, রোপণ, ব্যবস্থাপনা, ফসল সংগ্রহ, স্টোরেজ ও বিপণনের সম্পূর্ণ চেইন গড়ে তোলা ছাড়াও, কোম্পানিটি দশ বছরেরও বেশি সময় ধরে শত শত পেশাদার কৃষককে প্রশিক্ষণ দিয়ে আসছে। তিনি আরও বলেন,...