রমেশ তৌরানির দীপাবলির অনুষ্ঠানে বুধবার (১৫ অক্টোবর) রাতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল দম্পতি। এদিন অভিনেত্রীর পরনে ছিল ঢিলেঢালা ঘিয়ে রঙের অনারকলি চুড়িদার। অনুষ্ঠানে প্রবেশ করতেই ফটোসাংবাদিকদের ক্যামেরার দিকে এগিয়ে যান সোনাক্ষী। পেছন থেকে জাহির বলে ওঠেন— সাবধানে হেঁটে চলো। এ কথা শুনে প্রথমে অবাক হলেও, পরেই জোরে হেসে উঠেন অভিনেত্রী। মজা করেই জাহিরকে কিলঘুষি দেন সোনাক্ষী। এখানেই শেষ নয়; এরপরে সোনাক্ষীর উদর হাত দিয়ে স্পর্শ করে ছবি তুলতে যান জাহির ইকবাল। আবার হাসতে হাসতে তাকে মারেন সোনাক্ষী। শেষে অভিনেতা বলেন, আরে মজা করছি তো! এর আগেও মঙ্গলবার রাতের একটি অনুষ্ঠানে সোনাক্ষীকে দেখা গেছে। তার শারীরিক গঠন দেখে নেটিজেনদের প্রশ্ন— সোনাক্ষী কি অন্তঃসত্ত্বা? সেখানেও ঢিলেঢালা অনারকলি চুড়িদার পরে স্বামী জাহির ইকবালের সঙ্গে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। বারবার...