যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট মার্কিন কোম্পানিগুলোকে সতর্ক করে চীন বলেছে, তারা যেন বাস্তবতা মেনে চলে, আন্তর্জাতিক বাণিজ্যবিধি অনুসরণ করে এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকির পর এই কূটনৈতিক বার্তা দিয়েছে চীন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘চীন যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে আহ্বান জানাচ্ছে বাস্তবতা ও বহুপাক্ষিক বাণিজ্যবিধি মেনে চলতে, বাজার অর্থনীতি ও ন্যায্য প্রতিযোগিতার নীতি অনুসরণ করতে, ভুল সিদ্ধান্ত সংশোধন করতে এবং চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত করা অবিলম্বে বন্ধ করতে।’ এর আগে মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় মার্কিন ‘সেকশন ৩০১’ তদন্ত ও সংশ্লিষ্ট পদক্ষেপের জবাবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান হানহওয়া ওশান কোম্পানির যুক্তরাষ্ট্রভিত্তিক পাঁচটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে চীনের প্রতিশোধমূলক ‘অ্যান্টি-ফরেন স্যাংশনস’ আইনের অধীনে, জানিয়েছে...