হুথিদের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলি শত্রুদের বিরুদ্ধে সম্মানজনক লড়াইয়ের সময় প্রাণ হারিয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আল-ঘামারি। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানায়া-তে আগস্টের শেষ দিকে এক বিমান হামলায় আহত অবস্থায় আল-ঘামারি পরবর্তীতে মারা যান। ওই হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী ও আরও কয়েকজন মন্ত্রীও নিহত হন। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, সন্ত্রাসের নেতৃত্বে...