চড়া সুদের চাপ কমাতে তুলনামূলক সস্তা উৎস থেকে ঋণ নেওয়ার দিকে ঝুঁকছে সরকার। এরই অংশ হিসেবে আগামী জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের সুদহার আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বোচ্চ সুদহার নামতে পারে ১০ শতাংশের কাছাকাছি।সরকার বাজেট ঘাটতি পূরণে যে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেয়, তার মধ্যে সঞ্চয়পত্র অন্যতম। কিন্তু এই খাতে সুদহার তুলনামূলক বেশি হওয়ায় এটি সরকারের জন্য ব্যয়বহুল হয়ে উঠেছে। ফলে ট্রেজারি বিল ও বন্ডের মতো কম সুদের উৎসকে মূল বিকল্প হিসেবে গ্রহণের পরিকল্পনা করছে সরকার।অর্থনীতিবিদরা বলছেন, এ পদক্ষেপে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ সঞ্চয়কারী, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বয়স্ক নাগরিক ও নিম্নমধ্যবিত্ত শ্রেণি, যাদের দৈনন্দিন ব্যয়ের বড় অংশ আসে সঞ্চয়পত্রের মুনাফা থেকে।বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, “সঞ্চয়পত্র বিক্রিতে ভাটা পড়লেও...