জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের ৪১তম জন্মদিন পালন করেছেন দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় পল্টন মহানগর কার্যালয়ে জাগপার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জন্মদিনের আয়োজন করেন। জন্মদিনে দেশবাসীর উদ্দেশে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে রাশেদ প্রধান বলেন, আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি। দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে হবে। জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করাই আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। তিনি আরও বলেন, দেশের অসংখ্য মানুষকে অনাহারে রেখে জন্মউৎসব পালন করতে আমার মন সায় দেয় না। তবে পরিবার ও সংগঠনের সহযোদ্ধারা ভালোবাসা থেকে আয়োজন করে, তাদেরও না বলা যায় না। জন্মদিন মানে মৃত্যুর দিকে আরেক কদম এগিয়ে যাওয়া। মৃত্যুর আগে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে চাই- এটাই আমার জন্মদিনের প্রতিজ্ঞা। এ সময় উপস্থিত থেকে...