নোয়াখালী জেলার ছয়টি আসনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। এদিকে নোয়াখালী জুড়ে বারবার জয় পেয়ে আবারও ‘ পুরনো দুর্গ’ ফিরে পেতে তৎপর বিএনপি। জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিস সব আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশও এরই মধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থীরাও তৎপর রয়েছে। নির্বাচনকে সামনে রেখে ছয়টি আসনে সর্বত্র সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ, আলোচনাসভা, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি বাড়িয়ে দিয়েছেন। ভোটাররা বলছেন, জেলাজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয়রা বলছে, বৃহত্তর নোয়াখালী মূলত বিএনপির ঘাঁটি। নোয়াখালীর ছয়টি আসনে দলীয় ভিত্তি শক্ত থাকলেও গত দেড় দশকে আওয়ামী লীগের শাসনামলে এখানে দলের নেতাকর্মীদের বড় অংশই দমন-পীড়নের শিকার হন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর...