হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর হওয়ার পর মাটিতে মিশে যাওয়া আবাসে ফেরার চেষ্টা করছেন গাজার অনেকেই হামাসের সঙ্গে ইসরায়েলিদের সম্প্রতি যে চুক্তি হয়েছে, সে অনুযায়ী দুই ইসরায়েলির মরদেহ হস্তান্তরের বিনিময়ে ৩০ প্যালেস্টিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। চুক্তির পর এ পর্যন্ত ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তবে তাদের কাছে যে ২০ ইসরায়েলি জিম্মির মরদেহ ছিল, তাদের মধ্যে মরদেহ ফেরত দিয়েছে ৯ জনের। মরদেহ ফেরত দেওয়ার ক্ষেত্রে বিলম্বের কারণে চুক্তি আবারও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা অনেকের। তবে যুক্তরাষ্ট্রের উপদেষ্টারা আশা প্রকাশ করেছেন, হামাস চুক্তির প্রতি সম্মান দেখাবে। এদিকে ইসরায়েল জানিয়েছে, বন্ধ থাকা রাফা ক্রসিং খুলে দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তা হওয়ার আগ পর্যন্ত নির্ধারিত চেকপয়েন্ট দিয়েই শুধু ত্রাণ যাবে বলেও জানিয়েছে তারা। আর বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমকে এখনো...