গাজায় যুদ্ধবিরতি কার্যকরের এক সপ্তাহ না পেরোতেই একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ শুরু করেছে ইসরায়েল এবং ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার এক ঊর্ধ্বতন হামাস কর্মকর্তা অভিযোগ করে বলেছেন, গত শুক্রবার থেকে ইসরায়েল অন্তত ২৪ জনকে গুলি করে মেরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের এমন ঘটনার তালিকা মধ্যস্থাকারীদেরকে দেওয়া হয়েছে বলে জানান তিনি। ওই কর্মকর্তা বলেন, “দখলদ্বার এই রাষ্ট্র (ইসরায়েল) যুদ্ধবিরতি ভঙ্গের মধ্য দিয়ে এ সংক্রান্ত চুক্তি ক্ষুন্ন করতে দিন-রাত তৎপর রয়েছে।” ইসরায়েলের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এই অভিযোগের কোনও জবাব দেয়নি। ইসরায়েল এর আগে বলেছিল, কিছু ফিলিস্তিনি যুদ্ধবিরতির সময়ে ইসরায়েলের নির্ধারিত এলাকার দিকে না আগানোর সতর্কবার্তা উপেক্ষা করেছে। ফলে ইসরায়েল হুমকি ঠেকাতে তাদের দিকে গুলি চালিয়েছে। ইসরায়েল বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী, যুদ্ধবিরতির পরবর্তী ধাপে...