বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, কিছু কিছু দল দেখেতে পাচ্ছে যে বিএনপি ক্ষমতায় চলে আসবে। তাই ফেব্রুয়ারিতে নির্বাচন যাতে না হতে পারে তা নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তারা চায় নির্বাচন যাতে আরও দেরিতে হয়। তিনি আরও বলেন, তাদের ষড়যন্ত্রের একটা ধাপ হলো পিআর সিস্টেম নির্বাচন চাওয়া। যে সিস্টেম নিয়ে মানুষ বোঝেই না। এ পদ্ধতির নির্বাচন হলে এলাকার মানুষ তাদের প্রতিনিধিকেই চিনবে না। বিএনপি চারবার ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় ছিল। দেশের মানুষের সবচেয়ে প্রিয় দল বিএনপির সাথে নির্বাচন করে এরা টিকতে পারবে না ভেবে একাত্তরে দেশের বিরোধিতাকারী ও নতুন দল জোট হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নের ৮নং চরের ভূমিহীনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগের...