এমন বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে এখনই জেনে নিন ফ্রিজে অতিরিক্ত বরফ জমা বন্ধ করার কিছু কার্যকর উপায়— •দেয়াল থেকে দূরে রাখুন ফ্রিজ:ফ্রিজ কখনোই দেয়ালের একদম গায়ে লাগিয়ে রাখবেন না। অন্তত এক ফুট দূরে রাখলে কয়েল সহজে ঠান্ডা হতে পারে এবং বরফ জমে না। •থার্মোস্টেট ঠিক রাখুন:যদি ফ্রিজের থার্মোস্টেট সঠিক তাপমাত্রায় (শূন্য ডিগ্রি ফারেনহাইট) না থাকে, তাহলে বরফ বেশি জমতে পারে। তাই প্রতি সপ্তাহে একবার পরীক্ষা করুন। ফ্রিজে থার্মোমিটার না থাকলে একটি বসিয়ে নিন। •দরজা ঠিকমতো বন্ধ করুন:ফ্রিজ খোলার পর কাজ শেষে দরজা ভালোভাবে আটকে রাখুন। অনেক সময় ভুলে খোলা রেখে দিলে ভেতরের ঠান্ডা বাতাস বাইরে চলে যায়, ফলে বরফ জমে বেশি। •গরম খাবার রাখবেন না:সদ্য রান্না করা গরম খাবার ফ্রিজে রাখলে ভেতরে অতিরিক্ত আর্দ্রতা তৈরি হয়, যা বরফে রূপ নেয়।...