ভারতে আসন্ন ধনতেরাস ও দীপাবলি উৎসবের আগে হু হু করে বেড়ে গেছে স্বর্ণ চোরাচালান। সরকারি ও শিল্প খাতের কর্মকর্তাদের বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স।স্বর্ণের রেকর্ড মূল্য ও সরবরাহ সংকট এই প্রবণতাকে আরও উসকে দিয়েছে বলে তারা জানাচ্ছে।বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ ক্রেতা দেশ ভারতে গত বছর সরকার আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশে নামানোর পর চোরাচালান কিছুটা কমেছিল। তবে সম্প্রতি কয়েক সপ্তাহে তা আবার বেড়েছে। দেশটির শুল্ক দপ্তর ও রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরই)। দেশজুড়ে একাধিক বিমানবন্দরে স্বর্ণ পাচারের নানা প্রচেষ্টা আটকে দেওয়া হচ্ছে।চেন্নাইয়ের এক বুলিয়ন ব্যবসায়ী রয়টার্সকে বলেন, ‘আগে ভারতে স্বর্ণ এনে বিক্রি করতে ঝুঁকি ও সময় দুই-ই লাগত। কিন্তু আসন্ন উৎসব উপলক্ষে চাহিদা বেড়েছে। আর সরবরাহ কম থাকায় পাচারকারীরা কয়েক ঘণ্টার মধ্যেই তা বিক্রি করে ফেলতে পারছে।’ভারতে অক্টোবর-নভেম্বর মাসে...