ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা জানিয়েছে, তাদের সর্বোচ্চ সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আল-গামারি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক সামরিক বিবৃতিতে এ তথ্য জানিয়ে হুথিরা ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ হুঁশিয়ারি দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। হুথিদের বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল গামারি ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে সম্মানজনক যুদ্ধে শাহাদাতবরণ করেছেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, তিনি তার কয়েকজন সহযোদ্ধা ও ১৩ বছর বয়সী পুত্রসহ নিহত হন। তবে হামলার তারিখ বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইসরায়েলি হামলায় তার মৃত্যুর খবরটি এমন সময়ে এলো যখন গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই যুদ্ধ চলাকালে হুথিরা বারবার ইসরায়েলি লক্ষ্যবস্তু ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গত সেপ্টেম্বরের শেষ দিকে জানিয়েছিল, ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের জেনারেল স্টাফ সদর দফতরসহ কয়েকটি স্থাপনায়...