একটি জাতি গঠনের মূল কারিগর হলেন শিক্ষক। শিক্ষকরা শুধু পাঠ্যপুস্তক পড়ান না, তারা চিন্তার দিগন্ত উন্মোচন করেন; ন্যায়-অন্যায় বোধ জাগিয়ে তোলেন। মানুষের ভেতর মানুষ গড়ে তোলার যে পবিত্র সাধনা, তার অনন্য বাহক হলেন শিক্ষক। তাই বলা হয়, একজন শিক্ষক হাজার সৈন্যের চেয়েও শক্তিশালী, কারণ তিনি জাতির ভবিষ্যৎ নির্মাণ করেন। অথচ আজ এ প্রশ্নটিই বারবার কানে বাজে-রাষ্ট্র কি সত্যিই দরিদ্র? অন্য পেশার তুলনায় শিক্ষকদের বেতন, সুযোগ-সুবিধা, সম্মান-সবকিছুতেই বৈষম্যের ভারী ছায়া। রাষ্ট্রের নানা খাতে প্রাচুর্যের প্রদর্শনী থাকলেও শিক্ষকদের প্রসঙ্গ এলেই যেন রাষ্ট্র হঠাৎ ‘গরিব’ হয়ে পড়ে। গত নির্বাচনের সময় জনপ্রশাসন সচিব ২৬১টি নতুন এসইউভি মডেলের (মিতসুবিশি পাজেরো স্পোর্টস কিউ এক্স) গাড়ি কেনার প্রস্তাব করেছেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য। এই প্রস্তাবিত গাড়িগুলোর সিসি ২৪৭৭, এবং প্রতিটির দাম অন্তত অর্ধকোটি টাকার...