পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে নতুন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ পদে নিয়োগ সম্পন্ন করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।আরো পড়ুন:‘ডিএসই-বিজিএমইএ পুঁজিবাজারের উন্নতি নিশ্চিত করতে পারে’নয় মাসে মুনাফা থেকে লোকসানে এনআরবি ব্যাংক ‘ডিএসই-বিজিএমইএ পুঁজিবাজারের উন্নতি নিশ্চিত করতে পারে’ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (অ্যাক্টিং) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রবিউল আলম। গত ১৪ অক্টোবর থেকে তিনি কোম্পানির ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২২ সালে। ‘বি’...