পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংঘাতের বিষয়ে মুখ খুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তিনি বলেছেন, “ইসলামাবাদ আলোচনায় বসতে প্রস্তুত। তার আগে কাবুলকে ইসলামাবাদের ‘ন্যায্য ও যৌক্তিক’ শর্তগুলো পূরণে রাজি হতে হবে।”বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধবিরতি তালেবানের অনুরোধে ও উভয় পক্ষের সম্মতিতে ঘোষণা করা হয়। এর আগে সপ্তাহব্যাপী দুই দেশের মধ্যে ভয়াবহ গোলাগুলি ও বিমান হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল।মন্ত্রিসভায় বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, ‘আফগান পক্ষ যুদ্ধবিরতির জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে। গতকাল (বুধবার) আমরা ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছি। বার্তা পাঠানো হয়েছে— যদি তারা আলোচনার মাধ্যমে আমাদের যৌক্তিক শর্তগুলো পূরণ করতে চায়, তাহলে আমরা প্রস্তুত। এখন বল...