বিশাখাপত্তনমে ভারতের বিপক্ষে অপরাজিত ১৪২ রানের ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে ৭৭ বলে ২০ টি চারের মারে খেলেন অপরাজিত ১১৩ রানের ইনিংস। তার সঙ্গে আরেক উদ্বোধনী ব্যাটার ফোবি লিচফিল্ড খেলেন ৭২ বলে ১২টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৮৪ রানের ইনিংস। তাতে বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৯৯ রানের টার্গেট অস্ট্রেলিয়ার মেয়েরা কোনো উইকেট না হারিয়ে ২৪.৫ ওভারেই ছুঁয়ে ফেলে। এই জয়ে ৫ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে টেবিলের ষষ্ঠ স্থানে।আরো পড়ুন:অভিজ্ঞতায় সৌম্য দলে, মাহিদুলকে নিয়ে ২০২৭ বিশ্বকাপের ভাবনাওয়েস্ট ইন্ডিজ দলে রশিদের মতো স্পিনার না থাকা স্বস্তিদায়ক: লিপু অভিজ্ঞতায় সৌম্য দলে, মাহিদুলকে নিয়ে ২০২৭ বিশ্বকাপের ভাবনা ওয়েস্ট ইন্ডিজ দলে রশিদের মতো...