ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুরে গোসল করতে নেমে ডুবে যাচ্ছিল দুই শিক্ষার্থী। তারা হলেন— ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাজাদা ইসলাম শান্ত ও মাহদী হাসান। বৃহস্পতিবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। পরে এক সিনিয়র শিক্ষার্থী তাদের উদ্ধার করলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জানা যায়, সকাল ৯টায় ফুটবল মাঠে ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বনাম ২০২৩-২৪ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্রিকেট খেলা হয়। দুপুর ১২টার দিকে খেলা শেষ করে শাহজাদা ইসলাম ও মাহদী হাসান পুকুরে গোসল করতে নামেন। এ সময় পুকুরের একপাশ থেকে অপরপাশে যাওয়ার সময় পুকুরের মাঝখানে গিয়ে ডুবে যাচ্ছিল শান্ত। মাহদী শান্তকে টেনে পাড়ের দিকে আনতে গেলে সেও ডুবে যাওয়ার উপক্রম হয়। এরপর একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ পুকুরে নেমে...