পাকিস্তান ও আফগানিস্তান সংঘাত অপ্রত্যাশিত কিছু নয়। গত কয়েকবছর ধরেই তেহেরিক-এ তালেবান পাকিস্তান (টিটিপি) নামের সন্ত্রাসী সংগঠনটি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা পরিচালনা করছে আফগানিস্তান থেকে আসা-যাওয়া করে। ইসলামাবাদের এই অভিযোগকে গুরুত্বের সঙ্গে নেয়নি কাবুলের তালেবান সরকার। কেন আফগান পাকিস্তান সংঘর্ষÑখুবই সহজসাধ্য ব্যবচ্ছেদ। সীমান্ত শরীরের এই জীবাণু অনুসন্ধানে বিশেষ ফরেন্সিক টেস্টের প্রয়োজন পড়ে না! আসলে তারা (তালেবান) ‘মার্সিনারি কিলার’। যে টাকা দেবে; তার পক্ষেই সে যুদ্ধ করবে। কাজেই আফগান-পাকিস্তান সীমান্তের যুদ্ধ পরিস্থিতিকে ছায়া ভারত-পাকিস্তান যুদ্ধ বলে বুঝতে চেষ্টা করলে পরিস্থিতির একটা সুষ্পষ্ট ছবি হয়তো পাওয়া যাবে। যেহেতু তালেবান সরকারকে আরব বিশ্বের সরকারগুলোর মন জুগিয়েও চলতে হয়; তাই পাকিস্তান সীমান্তে এখনো পূর্ণাঙ্গ যুদ্ধে সে যেতে পারেনি। কিন্তু যে কোনো মুহূর্তেই যেতে পারে। এই তো কিছুকাল আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কাবুল সফর...