একটি ইসলামিক দলের নেতা সম্প্রতি তাদের কাছে উপদেষ্টাদের কলরেকর্ড আছে এবং তা ফাঁস করার হুমকি দিয়েছেন উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উপদেষ্টাদের কলরেকর্ড একজন রাজনৈতিক ব্যক্তির কাছে কিভাবে পৌঁছেছে? তিনি এটিকে বেআইনি ও ব্ল্যাকমেইলিং হিসেবে আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অসুস্থ শিশু হুনাইফার চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমরা একটি জটিল পরিস্থিতি অতিক্রম করছি। ফ্যাসিস্টরা বিদায়ের পর বাংলাদেশকে মানবিক বাংলাদেশ রূপান্তরিত করব— এটাই আমাদের অঙ্গীকার। যাতে কোনো অসহায় মানুষ বিনা চিকিৎসায় ক্ষতিগ্রস্ত না হয়। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পরও অনেক অমীমাংসিত বিষয় উঠে এসেছে। নোট অব ডিসেন্টের অভিযোগও রয়েছে। গণভোট নিয়ে অহেতুক বিতর্ক তৈরি...