সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারকে গল্প বলার নতুন ভাষা হিসেবে তুলে ধরতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মশালা ‘এআই ফর ডিজিটাল জার্নালিজম’। সোমবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের আয়োজনে এবং নেটকম লার্নিং বাংলাদেশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। ভয়েস অফ আমেরিকার সাংবাদিক ও নেটকম লার্নিং বাংলাদেশের মেন্টর অমৃত মলঙ্গী কর্মশালায় বলেন, “আপনাকে কেবল সাংবাদিক হলেই হবে না; আপনাকে গল্প বলার কৌশল জানতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সংবাদের মানোন্নয়ন ছাড়াও শিরোনাম ও সূচনা লেখা, এমনকি উপস্থাপনাও আরও কার্যকর করা যায়।” তিনি আরও বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তাকে ফলপ্রসূ করতে হলে সেটিকে প্রেক্ষাপট বুঝিয়ে দিতে হয়। এআই থেকে পাওয়া তথ্য যাচাই করা জরুরি। প্রযুক্তি সবসময় সাংবাদিকের নিয়ন্ত্রণে থাকা উচিত।” নেটকম লার্নিংয়ের প্রশিক্ষক মো. তানভিন খান।কর্মশালায় শিক্ষার্থীদের দৈনন্দিন...