নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ দল। দুইশ’র কাছাকাছি রান ডিফেন্ড করতে নেমে অজি মেয়েদের কোনো উইকেট তুলে নিতে পারেনি বোলাররা। তাতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে আসরের চতুর্থ জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে বাংলাদেশ টানা চতুর্থ ম্যাচে হারের মুখ দেখল। এদিন বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে অ্যালিশা হিলি ও ফোবি লিচফিল্ডের ১৪৯ বলে ২০২ রানের অপরাজিত জুটিতে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে আজও সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক অ্যালিশা হিলি। ৭৭ বলে ২০ চারের মারে ১১৩ রানের অনবদ্য ইনিংস খেলেন এই ওপেনার। আগের ম্যাচে ভারতের বিপক্ষে ১০৭ ম্যাচে...