বিয়ের সূত্রে এক ছাদের নিচে বাস করেও নীরবে বিচ্ছেদের জীবন কাটাচ্ছেন, এমন দম্পতির সংখ্যা কম নয়। এই স্বামী-স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কের স্বাভাবিক আবেগের দিকটি হারিয়ে যায়। আর এ অবস্থাকেই বলা হয় সাইলেন্ট ডিভোর্স। এ যুগে দেশে-বিদেশে সাইলেন্ট ডিভোর্সের সংখ্যা বাড়ছে। উন্নত বিশ্বে এই বিষয়ে কিছুটা অবগত হলেও আমাদের উপমহাদেশে এখনও দম্পতিরা সম্পর্কের এমন পর্যায় নিয়ে ভাবেন না। সাইলেন্ট ডিভোর্স সংক্রান্ত তথ্য-উপাত্ত পাওয়া বেশ মুশকিল। কারণ, আইনগতভাবে বিচ্ছেদ না হলে সেটির তথ্য কোথাও লেখা থাকে না। মনের বিচ্ছেদের কথা সমাজের সামনে আনতেও চান না দম্পতিরা। তাদের স্বাভাবিক জীবনযাত্রা, সোশ্যাল মিডিয়ায় হাসা-খেলে বেড়ানো ছবি সমাজের চোখে হয়তো সুখী দম্পতির পরিচয় বহন করে। তবে ভেতরের চিত্র ভিন্ন। কাগজে-কলমে সম্পর্ক টিকে আছে, চলছে দৈনন্দিন কাজও। কিন্তু মন, অনুভূতি, সংযোগ—সবকিছু ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে। তারা...