এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে দীর্ঘদিন শীর্ষে থাকা বগুড়া এবার এক ধাপ পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে সবচেয়ে ভালো ফল করেছে রাজশাহী জেলা। পাসের হার ও জিপিএ ৫ অর্জনের দিক থেকে দুটোতেই শীর্ষে রয়েছে জেলাটি।রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী জেলার ২৬ হাজার ২৮৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৮ হাজার ৭০৭ জন। পাসের হার ৭১ দশমিক ১৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৮৩৮ জন শিক্ষার্থী।দ্বিতীয় অবস্থানে থাকা বগুড়া জেলায় ২৫ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৭ হাজার ৯২১ জন। পাসের হার ৬৯ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ১৬৩ জন।তৃতীয় অবস্থানে রয়েছে জয়পুরহাট জেলা। সেখানে ৬ হাজার ২১৬ জন পরীক্ষার্থী অংশ...