মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটে হার দেখল বাংলাদেশ। ব্যাটে ভালো শুরু করে মাঝে পথ হারিয়ে দুইশর কাছে পৌঁছে, বোলিং ব্যর্থতায় ছিটকে পড়েছে টিম টাইগ্রেস। শতক তোলা অ্যালিসা হিলি এবং ফোবি লিচফিল্ডের ওপেনিং জুটিতেই ম্যাচ শেষ করেছে অজিরা, ১৫১ বল হাতে রেখে আসরে টানা চতুর্থ সাফল্যটি সহজেই তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। বিশাখাপত্তমে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলেন সোবহানা মোস্তারি-রুবাইয়া হক ঝিলিকরা। জবাবে ২৪.৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ২০২ রান করে ফেলে হিলির দল। আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনীতে ৩২ রান আসে ফারজানা হক ও রুবাইয়া হায়দারের ব্যাটে। ফারজানা ৮ রানে আউট হলে রুবাইয়া পরে শারমিন সুপ্তাকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে আরও ৪১ রান যোগ...