চূড়ান্ত হয়ে গেছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল। শেষ দল হিসেবে আগামী আসরে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আল আমেরাতে বৃহস্পতিবার জাপানকে ৮ উইকেটে হারিয়ে এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে আরব আমিরাত। এখান থেকে আগের দিন বিশ্বকাপে জায়গা করে নেয় নেপাল ও ওমান। বাছাইয়ের সুপার সিক্স পর্বে পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আরব আমিরাত। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে নেপাল, ৬ পয়েন্ট নিয়ে তিনে ওমান। এই দুই দলের ম্যাচ বাকি আছে একটি করে। চার ম্যাচে ২ পয়েন্ট করে নিয়ে কাতার চারে ও জাপান পাঁচে আছে। তিন ম্যাচে এখনও পয়েন্ট পায়নি সামোয়া। শেষ ম্যাচে জাপানকে ১১৬ রানে আটকে রেখে আরব আমিরাতের জয়ের ভিত গড়ে দেন বোলাররা। ২০ রানে ৩ উইকেট...