ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতা ইয়াহিয়া সিনওয়ারের (আবু ইব্রাহিম) মৃত্যুর প্রথম বার্ষিকীতে হামাস বৃহস্পতিবার এক বিবৃতিতে ঘোষণা করেছে, ‘আল-আকসা বন্যার শিখা কখনো নিভবে না।’ লেবাননের হিজবুল্লাহ ঘনিষ্ঠ গণমাধ্যম আল-মানার টিভির ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ‘শহীদ নেতাদের রক্ত প্রজন্মের পর প্রজন্মের জন্য প্রতিরোধের পথকে আরও মজবুত করে, তাদের আদর্শে অটল থাকার অঙ্গীকার পুনর্নিশ্চিত করে এবং তাদের ত্যাগ ও সংগ্রামের প্রতি আনুগত্যকে স্থায়ী করে তোলে—যতক্ষণ না ভূমি ও পবিত্র স্থানের মুক্তি অর্জিত হয়।’ হামাসের বিবৃতিতে বলা হয়, ‘এক বছর কেটে গেছে সেই বীরত্বগাথার পর, যা বিশ্ব দেখেছিল—যেখানে আল-আকসা বন্যার যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন শহীদ নেতা ইয়াহিয়া সিনওয়ার। তিনি তার জিহাদ ও আত্মত্যাগের জীবন শেষ করেছেন সম্মুখসমরে দাঁড়িয়ে, কখনো পিছিয়ে না গিয়ে—হাতে লাঠি উঁচিয়ে দখলদার শক্তির বর্বরতা ও অপরাধের সামনে অটল থেকে।’ বিবৃতিতে...